Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের ২২ তম সাধারণ সভার কার্যবিবরণী সভাপতি : জনাব মোহাম্মদ আবদুল শুক্কুর , চেয়ারম্যান, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ, চন্দনাইশ, চট্টগ্রাম। স্থান : ইউনিয়ন পরিষদ কার্যালয়। তারিখ ও সময় : ২৯/০৮/২০১৩খ্রি: বেলা: ১১.০০ টা উপস্থিত সদস্যবৃন্দ : পরিশিষ্ট ‘‘ক’’ অনুপস্থিত সদস্যবৃন্দ : পরিশিষ্ট ‘‘খ’’ সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরম্ন করেন। অত:পর গত ২৫/০৭/২০১৩খি: তারিখে অনুষ্টিত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কোন সংশোধনী না থাকায় কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। সভায় নিম্মবর্ণিত আলোচনা ও সিদ্ধামত্ম সমূহ গৃহীত হয়। ক্র: নং প্রসত্মাবাবলি আলোচ্য বিষয় সিদ্ধামত্ম/বাসত্মবায়ন ০১ ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্পে উপকার ভোগী নির্বাচন প্রসঙ্গে সভায় চেয়ারম্যান সাহেব জানান যে, অত্র ইউনিয়নে চলতি অত্র বছরে ‘‘একটি বাড়ি একটি খামার’’ প্রকল্প সরকারি ভাবে বরাদ্ধ প্রাপ্ত হয়। উক্ত প্রকল্পে আওতায় সর্বমোট=৫৪০ জন উপকার ভোগী অমত্মভূক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছ হইতে মৌখিক ভাবে বরাদ্ধ পাওয়া যায়। এই বিষযে সভায় ব্যাপক আলোচনা করা হয়। সার্বিক আলোচনা ক্রমে প্রতি ওয়ার্ড হইতে ৬০(ষাট) জন করে উপকার ভোগী নির্বাচন করার জন্য সর্বসম্মত ভাবে সিদ্ধামত্ম গৃহীত হয়। আগামী ২/৩ দিনের মধ্যে সকল ওয়ার্ড মেম্বার গণ স্ব-স্ব ওয়ার্ডের তালিকা পরিষদ সচিব কাছে জমা দেবে। ০২ ইজিপিপি কর্মসূচির ২০১৩-২০১৪ অর্থ বছরে উপকার ভোগী গণের তথ্য সংগ্রহ চলতি ২০১৩-১৪ অর্থ বছরে উপকার ভোগী গণের ইজিপিপি কর্মসূচি বাসত্মবায়নে লÿ্য উপকার ভোগী নির্বাচন করার জন্য সভাপতি সাহেব সভায় প্রসত্মাব করলে এ বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। এবং উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা চন্দনাইশ,চট্টগ্রাম প্রেরিত স্মারক নং- ৫১.০১.১৫১৮.০০০.৪১.০২.২০১৩/৫২০ তা: ২১/০৮/২০১৩ এর আলোকে গত অর্থ বছরের বরাদ্ধের সমপরিমাণ উপকারভোগী নির্বাচনে সিদ্ধামত্ম হয়। মো: আনিসুল ইসলাম এম.ইউ.পি ৬নং ওয়ার্ড কাঞ্চনাবাদ ইউপি অদ্যকার সভায় আর তেমন কোন আলোচ্য সূচি না থাকায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন। পরিশিষ্ট ‘‘ক’’ উপস্থিত সদস্যগণের নাম ও স্বাÿর: ক্রমিক নং নাম পদবী মোবাইল স্বাক্ষর ০১ জনাব মোহাম্মদ আবদুল শুক্কুর চেয়ারম্যান ০১৮১৯৩৯৯৪৮৭ স্বাক্ষরিত ০২ মিসেস মোছাম্মৎ শামসুন নাহার বেগম, সংরক্ষিত আসনের সদস্য ০১৮৩০০৬৯৯৫৩ স্বাক্ষরিত ০৩ মিসেস লুৎফুন্নেছা ডেজী, সংরক্ষিত আসনের সদস্য ০১৯১৯৯৫৭০৫৮ স্বাক্ষরিত ০৪ মিসেস ইয়াছমিন আক্তার, সংরক্ষিত আসনের সদস্য ০১৮১৬২৫২২২১ স্বাক্ষরিত ০৫ জনাব মোহাম্মদ শামসুল আলম, সাধারণ আসনের সদস্য ০১৮১৯৫১১০৩৭ স্বাক্ষরিত ০৬ জনাব মো: রফিকুল ইসলাম, সাধারণ আসনের সদস্য ০১৮১২৩৮৩১৮৪ স্বাক্ষরিত ০৭ জনাব নওশা মিয়া সাধারণ আসনের সদস্য ০১১৯৭১৯৮৯১৪ স্বাক্ষরিত ০৮ জনাব মোহাম্মদ জামাল উদ্দীন ( মোহাম্মদ আলী) সাধারণ আসনের সদস্য ০১৮২০৩০৭৪১৬ স্বাক্ষরিত ০৯ জনাব আবদুল মোমেন সাধারণ আসনের সদস্য ০১৭২০২৬২৬০০ স্বাক্ষরিত ১০ জনাব মো: আনিসুল ইসলাম সাধারণ আসনের সদস্য ০১৮১৯৮৩৯৬৮২ স্বাক্ষরিত ১১ জনাব রফিক আহমদ সাধারণ আসনের সদস্য ০১৮১৭৭৪৬২২৪ স্বাক্ষরিত ১২ জনাব ফতেহ আলী সাধারণ আসনের সদস্য ০১৮১৫৯২৪৯১০ স্বাক্ষরিত ১৩ বাবু অনুক কুমার দে সাধারণ আসনের সদস্য ০১৮১৯৮৬৩৫৩২ স্বাক্ষরিত