অর্ডার সিট
গ্রাম্য আদালত ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ
থানা: চন্দনাইশ, জিলা: চট্টগ্রাম।
সূত্র: গ্রা: আ: মা: নং- ০২/২০১৩
১। মো: আহামদর রহমান পীং- আহামদ হোসেন সাং- পশ্চিম এলাহাবাদ,উপজেলা:
চন্দনাইশ, জেলা: চট্টগ্রাম । ========= বাদী
বনাম
২। আবদুল জববার, পীং- মৃত কালু মিয়া, সাং- পশ্চিম এলাহাবাদ, উপজেলা: চন্দনাইশ,
জেলা: চট্টগ্রাম।- গং ======== বিবাদী
তারিখ অর্ডার বিচারকের স্বাক্ষর
২২/০৫/২০১৩ অদ্য অত্র মামলার শুনানীর দিন ধার্য্য আছে। মামলা শুনানীর জন্য নেওয়া হইল। বাদী পক্ষ হাজিরা দাখিল করেন। ১নং ও ৩নং বিবাদী পক্ষ ও হাজিরা দাখিল করেন। ২নং বিবাদী পক্ষ স্ব-শরীরে হাজির। দেখিলাম। পক্ষদ্বয়কে শুনা হইল। উভয়পক্ষের সম্মতিক্রমে চলাচলের রাস্তা সার্ভেয়ার পরিমাপ অনুযায়ী ছাড়িয়া দেওয়ার সিদ্ধান্ত হয়। পক্ষদ্বয়ের আপোষনামা ও সার্ভেয়ার পরিমাপ নথিতে সংযুক্ত আছে। এই পর্যায়ে মামলা নিষ্পত্তি করা হইল।
স্বাক্ষরিত-
মো: আবদুল শুক্কুর
২২/০৫/২০১৩ইং
চেয়ারম্যান
গ্রাম আদালত
১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ
চন্দনাইশ, চট্টগ্রাম।