Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাঞ্চনাবাদ ইউনিয়নের ইতিহাস

পটিয়া উপজেলার ১৭নং খরনা ইউনিয়ন হইতে 1973 সনে ভাগ হয়ে ১৭(ক) কাঞ্চনাবাদ ইউনিয়ন গঠিত হয়। পরবর্তীতে চন্দনাইশ উপজেলায় অন্তভুর্ক্ত হয়ে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন হয়।

 

 কাঞ্চনাবাদের নামকরণ: অত্র ইউনিয়নে ৫টি গ্রাম আছে। যথাক্রমে (১) কাঞ্চননগর, ২) মুরাদাবাদ, ৩) পূর্ব এলাহাবাদ, ৪) পশ্চিম এলাহাবাদ ও ৫) ৪১নং লট এলাহাবাদ। কাঞ্চননগর গ্রামের প্রথম অংশ কাঞ্চন এবং মুরাদাবাদ, এলাহাবাদ শেষ অংশ বাদ নিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের নামকরণ করা হয়।