পটিয়া উপজেলার ১৭নং খরনা ইউনিয়ন হইতে 1973 সনে ভাগ হয়ে ১৭(ক) কাঞ্চনাবাদ ইউনিয়ন গঠিত হয়। পরবর্তীতে চন্দনাইশ উপজেলায় অন্তভুর্ক্ত হয়ে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন হয়।
কাঞ্চনাবাদের নামকরণ: অত্র ইউনিয়নে ৫টি গ্রাম আছে। যথাক্রমে (১) কাঞ্চননগর, ২) মুরাদাবাদ, ৩) পূর্ব এলাহাবাদ, ৪) পশ্চিম এলাহাবাদ ও ৫) ৪১নং লট এলাহাবাদ। কাঞ্চননগর গ্রামের প্রথম অংশ কাঞ্চন এবং মুরাদাবাদ, এলাহাবাদ শেষ অংশ বাদ নিয়ে কাঞ্চনাবাদ ইউনিয়নের নামকরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস